আর্য কোনও জাতি নয়, আবার ভারতের আদিবাসিন্দাও নয়

আর্য কারা বা আর্যদের আদি বাসস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক চলছে। বিভিন্ন ঐতিহাসিক থেকে শুরু করে রাজনৈতিক, দার্শনিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই বিষয়টি নিয়ে নানা মতামত দিয়ে থাকেন, বিশেষ করে নিজেদের মতের সমর্থনের নানা যুক্তিকে( বাস্তবে সত্য-মিথ্যার মিশ্রণ)  খাড়া করে তা প্রতিষ্ঠা করতে চান। ফলে মানুষের মধ্যে এই আর্য ধারণা সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে নানা রকমের সমস্যাও তৈরি হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি, তা হল এর রাজনীতিকরণ। জার্মানির হিটলার যেমন সংকীর্ণ স্বার্থে উগ্র জাতীয়তাবাদি দৃষ্টিভঙ্গিতে এই আর্য জাতির তত্ত্বকে কাজে লাগিয়ে পৃথিবীর এক নৃসংশতম ইতিহাস তৈরি করেছেন, আমাদের ভারতবর্ষেও এই আর্য সমস্যাকে নিয়ে এক মিথ্যা তত্ত্ব ও তথ্যকে ভিত্তি করে উগ্র জাতীয়তাবাদের স্রোত তৈরির চেষ্টা চলছে।

Read More