দুয়ারে দুয়ারে

সেলিম মণ্ডল

অবক্ষয়ের ঝুরি নামে—

গাছ হওয়া সহজ নয়, ঝুরি ভর্তি ডালপালা

শুকনো ডালপালা

শিকড়ে শিকড়ে এতটাই উনুন হয়ে ওঠে

জ্বাল দেওয়ার জন্য ফুরিয়ে যায়— সমস্ত উদযাপনের সমারোহ!

অপেক্ষা, দুয়ারে দুয়ারে নেড়ি কুকুরের মতো

দাঁড়িয়ে থাকে

হাড় নেই, বিস্কুট নেই

মাস মাংসের দোকানে— আলো জ্বলে

আলোতে কুকরটি যতটা ক্ষুধার্ত তার থেকে বেশি

রুগ্ন লাগে!

পেরিয়ে যাওয়াই কি সহজ?

ভুল অঙ্কে এত ডাকনাম

কাটাকুটি করে কীভাবে এঁকে ফেলব নতুন বাড়ি?

বন্দি আমি রোজ টুকি মারি

টুকটুকে তরমুজ পড়ে থাকে— আধচেরা, নিঁখুত, মনোগ্রাহী!

Website | + posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *