স্বপ্ন

দীপান্বিতা সরকার

হ্যাঁ স্বপ্ন দেখেই বড় হওয়া 

স্বপ্নের মধ্যেই ছিল বেঁচে থাকার অস্তিত্বের লড়াই। 

একটুখানি স্বপ্নেই ছিল, ভালোবাসার বড়াই ।

স্বপ্ন ছিল, আকাশ ছোঁয়ার, সাগর পাড়ি দেওয়ার, 

মুঠো মুঠো সফলতা শুধুই কুড়িয়ে নেওয়ার। 

স্বপ্নটাকে সঙ্গী করে নতুন পথের দিশা খুঁড়ে- 

এগিয়ে যাব অনেকটা পথ ,তোমার হাত টা ধরে। 

তুমি চেনা নয়,তাতে কি মানুষ তো প্রথমে অচেনাই 

থাকে ;

চলছে সবাই একা আপন রহস্যে একাকীত্বর  পথে 

সেখানে তো, তাদের কোন দোসর নেই ।

কিন্তু হায়রে স্বপ্ন, তুমি স্বপ্নই থেকে গেছ 

পারলাম না তোমায় সত্যি করতে পারলাম না তোমায় ধরে রাখতে –

বাঁধতে পারিনি তোমায় মায়ার বাঁধনে রাখতে পারিনি ধরে, ফাঁকি দিয়ে মরে গেলে চিরতরে আমার অন্তরালে ।

চমকে উঠি প্রহর শেষে ছিলেম কোথায়? স্বপ্নদেশে!

স্বপ্ন আজও স্বপ্ন আছে সত্যি হল না আর ।

বড় ইচ্ছা ,করে বাস্তবতায় তোমায় একটিবার ছুঁয়ে দেখবার। 

+ posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *