রাষ্ট্র তোর লজ্জা করছে?

ওমর ফারুক সেখ

রাষ্ট্র তোর মানচিত্রের উপর দিয়ে ছুটছে

-ঘরমুখো শ্রমিক।

অথর্ব মাকে বুকে নিয়ে ছুটছে সন্তান।

সন্তানকে আঁকড়ে মা –

কৃত্তিম পায়ের কিশোরী ছুঠছে বেশ ।

অন্তসত্ত্বা স্ত্রীকে টেনেনিয়ে ছুটছে হাভাতে স্বামী।

কিছু না বুঝে দামাল বাছুরের মতো ছুটছে শিশু–

ছুটছে আম্ফানের মতো বেয়ারা ট্রাক ও —

 ট্রাকের তলায় কয়েকটা বেওয়ারিশ লাশ ।

একট্রাকে মৃতদেহের সাথে চলছে শ্রমিক–

তাতে কী ?

              লজ্জা করছে রাষ্ট্র ?

তুই উটপাখির মতো বরং বালিতে মাথা পুঁতে রাখ

একটা মালগাড়ি ছুটে যাক–

     ঘুমন্ত অচেতন শ্রমিকের পাঁজর ফুঁড়ে–

পড়ে থাক রক্ত মাখা রুটি– সস্তার মুখোশ।

      খুব লজ্জা করছে ?

       তবে একটা প্যাকেজ ঘোষিত হোক।।

রাস্তার পাশে–

   অমৃত রামচরণের মৃতদেহ আগলে–

   মহম্মদ ইয়াকুব ।

পাশ দিয়ে ছুটছে শকুন্তলা

যোনি চুঁইয়ে পড়ছে এখনো রক্ত–

সদ্য বিয়ানো সন্তানকে নিয়ে ছুটছে–

রাষ্ট্র তোর লজ্জা করছে ? 

Website | + posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *