ভিজবে না মন

ফারুক আহমেদ

আমার না লেখা লুকিয়ে থাকে তোমার বিনুনি করা চুলের প্রতিটি খাঁজে

আমার ভালবাসার মেঘ জমে ওঠে

তোমার হৃদয় আকাশ…

ক্লাস নাইন

একটা ভাঙা-চোরা সাইকেল

গায়ে ফুটপাত থেকে কেনা সবুজ রঙের গোলগলা গেঞ্জি

স্কুলে পরে যাওয়ার জন্য একটিমাত্র প্যান্ট

সেই প্যান্ট আর গেঞ্জি পরেই

ছুটে এসেছি বোদরা হাইস্কুল।

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে

গেটের মুখে দাঁড়িয়ে তোমাকে দেখবো বলে

ঠায় দাঁড়িয়ে আছি

চোখ পড়লো তোমার চোখে

আর দেখি তোমার হাতে মোমবাতি পিজবোর্ড কলম রাখার জন্য পেন্সিল বাক্স।

বাবলি কাট চুল আর ভুবন জয়ের হাসিতে সে যে কি যাদু

তা শুধু আমিই জানি।

ঘুরে দাঁড়ানোর অগ্নিশপথ।

প্রেম আকাশ তারার ভিড়ে

অ-নামি তরাও নই।

তা না ভেবেই ভালবাসার জন্য কিছু করতেই হবে…

এই তাগিদ বড়ো হওয়া…

বই কলম খাতা নিয়ে সেই যে পড়তে বসা

আজও পড়ছি লিখছি।

যে লেখায় তুমি নেই সে লেখা কোনও লেখাই নয়…

যে আদরে তুমি নেই সেই আদর কোনও আদরই নয়…

যে ভালবাসায় তুমি নেই সেই ভালবাসা কোনও ভালবাসাই নয়…

যে স্বপ্নে তুমি নেই সেই স্বপ্ন কোনও স্বপ্নই নয়…

যে বেদনায় তুমি নেই সেই বেদনা কোনও বেদনাই নয়…

যে আশায় তুমি নেই সে আশা কোনও আশাই নয়…

যে বাঁচায় তুমি নেই সেই বাঁচাও কোনও বাঁচাই নয়…

যে স্বর্গে তুমি নেই সেই স্বর্গও কোনও স্বর্গই নয়…

যে আনন্দে তুমি নেই সেই আনন্দ কোনও আনন্দই নয়…

এ হৃদয় প্রেমিক আকাশ তোমারজ।  

রাতের আকাশ তারা দেখি

তোমার মুখ তারার আকাশ

তারার সঙ্গে কথা হয়

তোমার মধ্যে তারা না তারার মধ্যে তুমি খুঁজে ফিরি.. ভালোবাসি মূল্যবান তারাকেই।

Website | + posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *