বশ্যতা স্বীকার করো

রফিকুল হাসান

হ্যাঁ আজ সে সাজছে

আবহমানকাল ধরে কলঙ্কিত করেছি

যারে দু’হাত ভরে

এখন ধুতে থাকি সে হাত!

আর সে সাজছে আজ আপাদমস্তক

আমাদের আবার আগের মতো করে দু’হাত ভরে উজাড় করে দেবে তাই….

ক্ষতির ক্ষতে প্রলেপ দিতে না পারলে

চুপ থাকাটাই এযাত্রায় শ্রেয়!

জরাজীর্ণ জল জমি জঙ্গল

যৌবন ফিরে পাচ্ছে পুনরায়

ভাণ না করে কান করে শোনো

পরিযায়ী পাখি ডাকছে ঐ

নীল নীলিমায় আকাশের ঔদার্য দেখো

আর জন্মান্ধতায় ভুগো না ভাই

অনর্থক অনেক অর্থ জমিয়েছ

বাড়িয়েছ বাড়ি গাড়ি সহ

বেশ বাহ্য আড়ম্বরপূর্ণ বেশ-ভূষণ

আর তার চেয়েও বেশি জমিয়েছ দূষণ!

মুক্ত করবে বলে আজ সে বন্দি করেছে

ফন্দিফিকির ছেড়ে বশ্যতা স্বীকার করো!

Website | + posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *